উত্তর সাইপ্রাস প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ কমিউনিটি দলের বৈঠক
উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট এরসিন তাতারের সঙ্গে বাংলাদেশ কমিউনিটি দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সাইপ্রাসের প্রেসিডেন্টের প্রাসাদে এ সাক্ষাতে মিলিত হন তারা।
মো. ইমাম হোসাইন, সাইপ্রাসে বাংলাদেশী প্রবাসীদের সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন ভুঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন হিমেল, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ মাছুম ও মো. জাফর উল্যাহ প্রমুখ।
প্রেসিডেন্টের সঙ্গে মিলিত হয়ে তারা তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাইপ্রাস অবস্থানরত বাংলাদেশীদের পক্ষ থেকে প্রেসিডেন্টের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুর্গতদের সেবা ও উদ্ধারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে যে তুরস্কে পাঠানো হয়েছে সে বিষয়ে অবহিত করেন।
সাইপ্রাসে কর্মরত বাংলাদেশীদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া সহজ করার বিষয়ে প্রেসিডেন্টের কাছে প্রস্তাব পেশ করা হয়। এছাড়াও বাংলাদেশীদের বিভিন্ন দাবি নিয়ে শিগগিরই বাংলাদেশ কমিনিউটির পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করে প্রেসিডেন্টের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে আশ্বাস দেন।
প্রেসিডেন্ট এরসিন তাতার দাবিগুলো মনযোগ সহকারে শুনে বাংলাদেশীদের নাগরিকত্ব প্রক্রিয়া সহজ করাসহ বাংলাদেশীদের সকল কাজে সহযোগিতার আশ্বাস দেন।