রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ঢাকা
  11. তারুণ্য
  12. ধর্ম ও জীবন
  13. প্রবাস
  14. বরিশাল
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মেট্রোরেলে যুক্ত হবে আরও ৪ স্টেশন

প্রতিবেদক
বাংলাদেশ প্রতিবেদন
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৩:০৩ পূর্বাহ্ণ

মেট্রোরেলে মার্চে যুক্ত হবে আরও ৪ স্টেশন

নিজস্ব প্রতিবেদক : গত মাসে মিরপুরের পল্লবী স্টেশনের পর এবার উত্তরা সেন্টার ও মিরপুর ১০ নম্বর স্টেশনে যাত্রাবিরতি করবে মেট্রোরেল। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে নতুন এই ২ স্টেশন যোগ হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলে’র কর্মকর্তারা। এর ফলে উত্তরা থেকে আগারগাঁও পথে মোট পাঁচ স্টেশনে থামবে মেট্রোরেল। এতে মাঝখানে পল্লবী, মিরপুর দশ ও উত্তরা সেন্টার থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানান, আগামী ২৬ মার্চের মধ্যে বাকি ৪ স্টেশনেও মেট্রোরেল থামবে। নতুন এই দু’টি স্টেশনটি যোগ হওয়ায় চলাচলের সময়ে আপাতত পরিবর্তন আসছে না। তবে জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে।

ডিএমটিসিএলে’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘আমরা গত মাসে পল্লবী স্টেশন যোগ করেছি। এ মাসে যোগ হচ্ছে দু’টি স্টেশন। মার্চে বাকি চারটা স্টেশনও চালু করা হবে। আর জুলাই থেকে পুরোদমে শুরু হবে ট্রেন চলাচল, তখন ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলবে।’

উদ্বোধনের পর থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বিরতিহীন ভাবে চলাচল করেছে মেট্রোরেল। গত ২৫ জানুয়ারি পল্লবী স্টেশনে যাত্রাবিরতি করে মোট তিনটি স্টেশন চালু ছিলো মেট্রোরেলের। ওই সময়ে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়। পূর্ব নির্ধারিত সময় থেকে অন্তত ৩০ মিনিট সময় পিছিয়ে নেওয়া হয়।

আগে সকাল ৮টায় স্টেশনের গেট খুলে টিকিট সংগ্রহের পরপরই ট্রেন ছেড়ে দেওয়া হতো। ২৫ জানুয়ারি থেকে সকাল ৮টায় স্টেশনের গেট খোলা হয়। তখন যাত্রীরা ভেতরে প্রবেশ করে টিকিট বা এমআরটি পাস সংগ্রহ করেন। এরপর ট্রেন ছাড়া হয় সাড়ে ৮টায়। আর মেট্রোরেল চলাচল দুপুর ১২টার পরিবর্তে বন্ধ করা হয় সাড়ে ১২টায়। সারাবাংলা

সর্বশেষ - অর্থনীতি