নেইমারেও রক্ষা হলো না পিএসজির
ডেস্ক প্রতিবেদন: মেসি-এমবাপ্পেবিহীন ম্যাচে মোনাকোর বিপক্ষে ৩-১ গোলে হেরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গেল বুধবারই কোপা দে ফ্রান্সে রাইভাল মার্শেইলের কাছে হেরে বাদ পড়েছিল পিএসজি। শনিবার মোনাকোর সাথেও হারের পথ দেখতে হলো তাদের।
প্রথমার্ধের শুরুতেই হোঁচট খায় পিএসজি। ম্যাচের ৪ মিনিটেই উইসাম বেন ইয়েদের অ্যাসিস্টে গোল আলেক্সান্ডার গলোভিন। ১৮ মিনিটে আবারো মোনাকোকে আরেকটা লিড এনে দেন ইয়েদের। এবার নিজেই গোল করেন এই ফরোয়ার্ড।